Header Ads Widget

নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন স্বতন্ত্র প্রার্থীরা

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের। বেশিরভাগ আসনেই নৌকার প্রার্থীকে নিজ দলের বিরোধিতাকারী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে। এছাড়া ১৪ দলীয় জোট শরিক ও জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনগুলোতেও ভোটযুদ্ধ হবে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।

অবশ্য এবার আওয়ামী লীগ আগে থেকেই দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় রয়েছে। দলটি ঘোষণা দিয়েছে—স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে তারা কোনও সাংগঠনিক ব্যবস্থায় যাবে না। পাশাপাশি দলের মনোনীত প্রার্থীদেরও স্পষ্ট জানিয়েছে দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করেই জিতে আসতে হবে। এমনকি ১৪ দলীয় জোটের শরিক ও জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহীদের তুলে নেওয়ার জন্য দরকষাকষি করলেও ক্ষমতাসীন দল তাতে সায় দেয়নি। তারা বলেছে, নিজেরাও প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবে। অন্যদেরও সেটা করতে হবে। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতাদের ভোটে অংশগ্রহণ চ্যালেঞ্জের মুখে ফেলেছে দলের হেভিওয়েটসহ অনেক প্রার্থীকে। ক্ষমতাসীনরা শরিক ও মিত্রদের জন্য কিছু আসনে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিলেও রয়ে গেছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ