"বঙ্গবন্ধুর বাবা নাকি একজন হিন্দু ছিলো" - এই কথাটা কতটুকু সত্য?

 

বাংলাদেশের বিএনপি হইল ভারতের হিন্দুত্ববাদী বিজেপির মত।এইসব কথাবার্তা বিজেপি বলে কংগ্রেসকে নিয়ে যেমন নেহেরু মুসলমান ছিলেন।কিন্তু বাস্তবে নেহেরু ছিলেন কাশ্মীরি পন্ডিত মানে ব্রাহ্মন।ত এইগুলা বলার কারন মানুষকে বোঝানো যে নেহেরু যেহেতু মুসলমান ছিলেন তাই তিনি পাকিস্তানপন্থী ছিলেন।

বিএনপির ষড়যন্ত্র তত্ত্ব সৃষ্টির প্রক্রিয়া বিজেপির মত।বঙ্গবন্ধুর পিতা কোন ধর্মের মাতা কোন ধর্মের।এইগুলা প্রমান করে বিএনপির থিংক ট্যাংকদের কোন ভিশন নাই।তারা কখনো বলবে না সরকারি চাকুরির আবেদনের বয়স ৩৫ করে দেব।কারন তাদের ব্রেইনে এইগুলা আসে না।বঙ্গবন্ধুর পিতা বা মাতা ধর্ম দিয়ে বঙ্গবন্ধুর কর্ম বিবেচনা কেন করা উচিত।আমাদের বিশ্বনবীর পিতা কি মুসলমান ছিলেন?

বঙ্গবন্ধুর পিতার যতছবি পাবেন সবগুলোতে দেখবেন তিনি দাড়ি টুপি পরা মুসলমান ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ